আগেকার দিনে, ছোটবেলায় বাংলার বাচ্ছাদের শেখানো হতো, “পড়াশোনা করে যে, গাড়িঘোড়া চড়ে সে”! সম্পূর্ণ নজরই থাকত লেখা প্রার দিকে, আর মনে করা হত, খেলাধুলা করে শুধু বখে যাওয়া ছেলেরা। আজ আর সেই দিন নেই, এখন জেন-জী’র বাচ্ছারা সমান ভাবে এগিয়ে আসছে খেলাধুলাতেও। ভারত সরকারের ‘খেলো ইণ্ডিয়া’ সাধারণ মানুষের জন্যে স্পোর্টসকে সফল ক্যারিয়ারের অঙ্গ হিসাবে তুলে ধরেছে। বরাবরই ভারতীয়দের কাছে ক্রিকেট, জীবনের একটি অঙ্গ হিসাবে পরিগণিত হত। তবে এখন কিন্তু কেবলমাত্র পুরুষরাই নয়, এই খেলায় এগিয়ে আসছে মেয়েরাও।
৩০ শে সেপ্টেম্বার, মঙ্গলবার, আসামের গুয়াহাটি স্টেডিয়ামে শুরু হল বিশ্বকাপ। ভারত তথা বাঙালীর প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের গানের মধ্যে দিয়ে হল বিশ্বকাপের উদ্বোধন। এই কাপটি ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপের আধিকারিক ‘আন্থেম’ হল “ব্রিং ইট হোম” এবং সেটিও গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও শিল্পীবৃন্দ।
যদিও ঝুলন গোস্বামী এবার মাঠে ছিলেন না, তবু তাঁর ছায়া যেন ছড়িয়ে ছিল গোটা মাঠে। বাংলার মেয়ে হিসেবে তাঁর অবদান আজও অনুপ্রেরণা যোগায় উঠতি খেলোয়াড়দের। ভারতীয় দলে থাকা শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরের উপস্থিতিতে রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। তবে আজও যেন ঝুলনের উত্তরসূরি খুঁজছে বাংলা।
আর, এই বিশ্বকাপের সবচেয়ে বড় প্রাপ্তি?
সমাজের মানসিকতার পরিবর্তন। মেয়েরা এখন শুধু দর্শক নয়, তারা খেলোয়াড়, তারা স্বপ্নদ্রষ্টা। স্কুলে, ক্লাবে, পাড়ার মাঠে — ক্রিকেট ব্যাট হাতে মেয়েরা বলছে, “আমিও পারি।” ভারত হয়তো ট্রফি জিততে পারেনি, কিন্তু জিতেছে কোটি কোটি হৃদয়। মহিলা ক্রিকেট এখন আর ‘ছোটদের খেলা’ নয় — এটা জাতীয় গর্ব।
এই বিশ্বকাপে মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো। সম্প্রচারকারী সংস্থার তথ্য অনুযায়ী, বাংলায় মহিলা ক্রিকেট ম্যাচগুলোর টিআরপি বাড়তে পারে ৪০% অবধি। সোশ্যাল মিডিয়ায় #WomenInBlue, #EdenRoarsAgain ট্রেন্ড করেছে, যার মধ্যে বহু পোস্ট ছিল বাংলায় লেখা। বোঝাই যাচ্ছে, যত দিন যাবে ততোই চড়বে উত্তেজনার পারদ।
ইতিমধেই ভারত ছিনিয়ে নিয়েছে তাদের প্রথম জয়টি, শ্রীলংকার বিরুদ্ধে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ফলাফল নির্ধারিত হয় ডিএলএস পদ্ধতিতে। প্রথমে ব্যাট করে ভারত করে ২৬৯ রান, ৪৮ ওভারে, ৮ উইকেটের বিনিময়ে। অন্যদিকে লঙ্কানরা ব্যাট করতে নেমে ২১১ রানেই অল আইট হয়ে যান। ভারত জয় পায় ৫৯ রানে। ভারতের মহিলা দলের প্রদর্শন দেখে, এই বিশ্বকাপ থেকে ভালো কিছু আশা করাই যায়।
T20 fixture
Leave a Reply